এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ২০:৫৫

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে রোমাঞ্চকর ম্যাচে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। মাত্র ১৩ মিনিটেই বাঁ-প্রান্তে ফ্রি কিক পায় স্বাগতিকরা। ফ্রি কিক থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। তার নেওয়া জোরালো শট হংকংয়ের এক খেলোয়াড়ের মাথা ছুঁয়ে গোলরক্ষকের হাতের ওপর দিয়ে জালে জড়িয়ে যায়।
প্রথমার্ধে লিড ধরে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। তবে বিরতির ঠিক আগমুহূর্তে কর্নার থেকে সমতা ফেরায় হংকং। বাংলাদেশের ফাহিম বল ক্লিয়ার করতে গিয়ে হেড করে বিপদমুক্ত করতে পারেননি, তা থেকেই ফাঁকা জায়গায় পেয়ে বল জালে পাঠায় হংকংয়ের এক ফুটবলার।
বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা আজকের ম্যাচে কিছু চমক রাখেন। অধিনায়ক জামাল ভূঁইয়া ও কানাডা প্রবাসী শোমিত সোম ছিলেন না শুরুর একাদশে। দলকে নেতৃত্ব দেন সোহেল রানা, আর আক্রমণে ছিলেন তরুণ তারকা শেখ মোরসালিন ও গোলদাতা হামজা চৌধুরী।
ম্যাচের বাকি সময়ে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে বাংলাদেশ ও হংকং।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।