আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের পথে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১৩:০২

বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ২০২৩ ও ২০২৪ সালের দুই দ্বিপাক্ষিক সিরিজেও আফগানিস্তান বাংলাদেশকে হারিয়েছিল।
গত বুধবার আফগানিস্তান ৫ উইকেটে জয় অর্জন করে স্বস্তি পেয়েছে, কারণ এর আগে তারা ধারাবাহিক পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে হেরেছিল। অন্যদিকে, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমার পাচ্ছে না। গত এক বছরে তারা ওয়ানডেতে মাত্র দুটি ম্যাচ জিতেছে, যা দলের অবস্থা আরও সংকটাপন্ন করেছে।
বাংলাদেশের ব্যাটাররা ভালো শুরু করলেও কিছু সহজাত ভুলে উইকেট হারায়। চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়ার পরও রশিদ খানের নিখুঁত বোলিংয়ে ব্যাটাররা ভেঙে পড়ে। মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও নুরুল হাসান তিনজনই এলবিডব্লিউ আউট হন।
অন্যদিকে, আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমরজাই ছিলেন ম্যাচের অলরাউন্ড তারকা। বল হাতে তিনি তিন উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৪০ রান যোগ করেছেন। রশিদ খানও ৩৮ রানে তিন উইকেট নিয়ে ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।
রহমত শাহ চাপের মুহূর্তে দলের জন্য স্থিতি দেন। রহমানউল্লাহ গুরবাজও গুরুত্বপূর্ণ সময়ে ধৈর্য ধরে ব্যাটিং করেন। নাঙ্গেয়ালিয়া খারোতে নিঃশব্দ নায়ক হিসেবে ১০ ওভারে মাত্র ৩১ রান খরচ করে সাইফ হাসানকে আউট করেন। আবুধাবির ধীর পিচে চারজন স্পিনার খেলিয়ে আফগানিস্তান সুবিধা পেয়েছে।
বাংলাদেশ রিশাদ হোসেনকে না খেলিয়ে হয়তো সুযোগ হারিয়েছে। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে সেই ছন্দ ধরে রাখা কঠিন হয়ে উঠেছে। সাবেক অধিনায়ক নজমুল হোসেন শান্তও সম্প্রতি রান পাচ্ছেন না। আগামী ম্যাচে তার কাছ থেকে দলের জন্য আরও বড় অবদান প্রত্যাশিত।
-
গত ১২ মাসে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ওয়ানডে, বর্তমানে তারা আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১০ নম্বরে।
-
রহমত শাহ আফগানিস্তানের ইতিহাসে প্রথম ব্যাটার যিনি ১১৯ ইনিংসে ৪,০০০ ওয়ানডে রান পূর্ণ করেছেন এবং সব ফরম্যাটে ৫,০০০ আন্তর্জাতিক রানের কাছাকাছি।
-
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ খেলেছে ৫৭.৩৪% ডট বল, আফগানিস্তান খেলেছে ৫৩.৩৬%।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, গজনফার, নাঙ্গেয়ালিয়া খারোতে, বশির আহমদ।
বাংলাদেশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, নুরুল হাসান (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।