শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

হংকংয়ের কাছে হার! কোচের ভুলে হৃদয় ভেঙেছে ফুটবলপ্রেমীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১৮:১০

সংগৃহীত

হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে ম্যাচ হেরে আবারও হৃদয় ভেঙেছে বাংলাদেশের ফুটবল দর্শকের। এই হারের পর তীব্র সমালোচনার মুখে কোচ, খেলোয়াড় ও ফেডারেশন। একমাত্র প্রশংসা পাচ্ছেন প্রবাসী ফুটবলাররা, যাদের মাঠে নামার পর খেলার ছবিটাই পাল্টে গিয়েছিল। হামজা চৌধুরীর অবিশ্বাস্য ফ্রি-কিক গোলে বাংলাদেশ ১৩ মিনিটে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় ডিফেন্স।

এই হারের মূল কারণ ছিল রক্ষণভাগের চরম ভুল। হংকংয়ের চারটি গোলই হয়েছে লেফটব্যাক সাদ উদ্দিনের এরিয়া দিয়ে। হ্যাটট্রিক করে যান হংকংয়ের রাফায়েল মারকিস। রক্ষণভাগে সাদ উদ্দিনের অদূরদর্শীতা সত্ত্বেও কোচ তাকে শেষ বাঁশি পর্যন্ত মাঠে রেখে দেন। ম্যাচ ভিডিওতে দেখা যায়, হংকংয়ের কৃতিত্বের চেয়ে বাংলাদেশের রক্ষণের ভুলের মাশুলই ছিল বেশি।

প্রবাসী ফুটবলাররা নামার পরই খেলার চিত্র বদলে যায়। সামিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুলদের সঙ্গে অধিনায়ক জামাল ভূঁইয়ারা হংকংয়ের রক্ষণ ভেঙে দেন এবং সামিত সোমের গোলে নিশ্চিত হার এড়ানোর পথে ছিল বাংলাদেশ। কিন্তু আবারও সেই রক্ষণের ভুলে মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে গোল হজম করে ম্যাচ হারে বাংলাদেশ। তীরে এসে তরী ডোবানোর এই ট্র্যাজেডি আর কতদিন!

কোচ কাবরেরা খেলোয়াড় পরিবর্তনে ভুল করেছেন—এমনটাই মত সমালোচকদের। বেঞ্চে বসে থাকা জামাল ভূঁইয়া, সামিত সোমরা একাদশে খেলার দাবি জানিয়েছেন। বিমানবন্দরে জামাল বলেন, আমাদের চার জনের ইমপ্যাক্ট ভালো ছিল। আমরা চার জনই একাদশে খেলতে চাই। কঠিন পরিস্থিতি স্বীকার করে জামাল বলেন, “আমাদের হাতে তিন ম্যাচ আছে। তিনটি ম্যাচই জিততে হবে। এক পয়েন্ট হারালেই আমাদের বিদায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top