রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

থামানো গেল না হল্যান্ডকে, ইসরায়েলকে ৫-০ গোলে বিধ্বস্ত করল নরওয়ে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১১:১৪

ছবি: সংগৃহীত

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও দুর্দান্ত এক হ্যাটট্রিক করে নরওয়ের জয়ে নেতৃত্ব দিলেন আর্লিং হল্যান্ড। শনিবার (১১ অক্টোবর) রাতে ওসলোর উলেভাল স্টেডিয়ামে ইউরোপীয় বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ আই-এ শীর্ষে উঠে এসেছে নরওয়ে।

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার খুব কাছাকাছি পৌঁছে গেছে দলটি। সর্বশেষ তারা কোনো বড় টুর্নামেন্টে অংশ নিয়েছিল ইউরো ২০০০-এ। এই জয়ের ফলে দ্বিতীয়স্থানে থাকা ইতালির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে নরওয়ে, যদিও ইতালির হাতে এখনও দুটি ম্যাচ বাকি।

আগামী মঙ্গলবার এস্তোনিয়ার বিপক্ষে জয় পেলেই, আর ইতালি তাদের বাকি দুই ম্যাচের একটিতেও হেরে গেলে নিশ্চিত হবে নরওয়ের বিশ্বকাপ টিকিট।

ম্যাচের শুরুতেই মাঠের বাইরের চিত্র ছিল ভিন্ন। শত শত দর্শক ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিজ ক্লাভেনেসও ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান জানিয়েছেন।

খেলার ১৪তম মিনিটে পেনাল্টি পায় নরওয়ে, কিন্তু ইসরায়েলি গোলকিপার ড্যানিয়েল পেরেটজ টানা দুইবার হল্যান্ডের শট রুখে দেন। তবে ১৮ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় নরওয়ে। ২৩ মিনিটে হল্যান্ড গোল করে টানা নবম আন্তর্জাতিক ম্যাচে স্কোরশিটে নাম তোলেন।

২৮ মিনিটে আবারও আত্মঘাতী গোল করে ইসরায়েল। দ্বিতীয়ার্ধে এসে ৬৩ ও ৭২ মিনিটে হেড থেকে আরও দুই গোল করেন হল্যান্ড, পূর্ণ করেন হ্যাটট্রিক—যা তাকে বাছাইপর্বে সর্বোচ্চ ১২ গোলের মালিক বানিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top