রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

মেসির জাদু! মায়ামির ৪-০ গোলে উড়ন্ত জয়: সুয়ারেজ-আলবাও জ্বলে উঠলেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৩:২৩

সংগৃহীত

লিওনেল মেসির জোড়া গোল, এক অ্যাসিস্ট! ইন্টার মায়ামি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আটলান্টা ইউনাইটেডকে। আন্তর্জাতিক বিরতিতে না গিয়ে ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্ত যে সঠিক ছিল, মাঠে নেমেই তা প্রমাণ করলেন আর্জেন্টাইন জাদুকর।

ম্যাচের শুরু থেকেই ছিল তাঁর দাপট। অবশেষে বাঁকানো এক দারুণ শটে বল জালে জড়িয়ে মায়ামিকে ১-০ তে এগিয়ে দেন মেসি! এরপর দেখা গেল পুরোনো সতীর্থের জাদু! মেসির নিখুঁত ৫০-গজ লম্বা পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করে ২-০ করেন জর্দি আলবা।

এক ঘণ্টা পার হওয়ার পর গোলের দেখা পেলেন লুইস সুয়ারেজও। প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে দলের ব্যবধান ৩-০ করেন উরুগুইয়ান ফরোয়ার্ড! তবে শেষ হয়নি মেসির জাদু। দলের চতুর্থ গোলটি করে স্কোরশিটে আবারও নাম লেখান লিওনেল মেসি।

মেসি-সুয়ারেজ-আলবা—বার্সেলোনার সেই ত্রয়ী যেন মায়ামির জার্সিতে আবারও জ্বলে উঠলো! এই দুর্দান্ত জয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানের দৌড়ে শক্তভাবে টিকে রইলো ইন্টার মায়ামি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top