হোয়াইটওয়াশ এড়াতে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:৫০

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে পরাজিত হয় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮১ রানে হেরে বসে মেহেদী হাসান মিরাজের দল। ফলে সিরিজের এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আফগানরা।
টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে দাপুটে জয় পাওয়ার পর আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজে নামলেও, ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। সিরিজের শেষ ম্যাচে সম্মান বাঁচানোই এখন প্রধান লক্ষ্য।
শেষ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া তানজিদ তামিমের পরিবর্তে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈমকে। মিডল অর্ডারে জাকের আলীর জায়গায় খেলতে পারেন শামীম হোসেন। পেস বোলিং বিভাগে এখনও কোনো ম্যাচ না খেলা নাহিদ রানাকে একাদশে দেখা যেতে পারে তানজিম সাকিবের জায়গায়।
ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২১ বার। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ১১টি ম্যাচে, অন্যদিকে আফগানিস্তান জিতেছে ১০ বার। আজকের ম্যাচে জয় পেলে এই সংখ্যায় প্রথমবারের মতো বাংলাদেশের সমান হবে আফগানরা, সেইসাথে সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।