বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

খুলনায় নভেম্বরে অনুষ্ঠিত হবে ২য় বিভাগ ক্রিকেট লীগ

খুলনা প্রতিনিধি: | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৪:১৫

ছবি: সংগৃহীত

খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ২য় বিভাগ ক্রিকেট লীগ নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। শনিবার জেলা ক্রীড়া সংস্থার সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আলিমুজ্জামান, বিসিবির পরিচালক জুলফিকার আলী খান জুলু, শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন, মোল্যা খায়রুল ইসলাম, জহির মাহমুদ স্বপন, এম সাইফুল ইসলাম এবং শাহনাজ খাতুন।

এ উপলক্ষে ২য় বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির সভা আগামী বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় খুলনা জেলা স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top