কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৩

সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলো আর্জেন্টিনা! আজ ভোরে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

ইন্টার মিয়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তিই হলেন ম্যাচের নায়ক। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি আসে তার পা থেকেই।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান সিলভেত্তি। এই গোলের পরই নিশ্চিত হয় ফাইনালের পথে আর্জেন্টিনার যাত্রা।

খেলার ৭৯ মিনিটে জন রেনটেরিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া। তবে আর্জেন্টিনা আর গোল ব্যবধান বাড়াতে পারেনি। আগামী ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক জাগানো মরক্কো। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আফ্রিকান দেশটি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top