বিমানবন্দরে অপমান: ‘ভালোবাসা চাই, ঘৃণা নয়’ লিখলেন নাঈম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৪৫

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর দেশে ফিরে বিমানবন্দরে কিছু সমর্থকের কাছ থেকে অপমান ও দুয়োধ্বনি শুনতে হয়েছে বাংলাদেশ দলকে। এই ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম।
ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে খারাপ সময়ে সমর্থকদের পাশে থাকার অনুরোধ করেছেন তিনি। নাঈম লিখেছেন, আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না—আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি... প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।
সমর্থকদের সমালোচনায় দুঃখ প্রকাশ করে তিনি আরও লেখেন, আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা (প্রকাশ করা হয়েছে), গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না।
শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৭ রান করে ব্যর্থ হলেও, নাঈম বিশ্বাস করেন, শিগগিরই বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে। তিনি সমর্থকদের কাছে প্রত্যাশা করেছেন, ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।