টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল-ওমান

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:০৬

সংগৃহীত

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল ও ওমান। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে শীর্ষ দুই দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে দেখা যাবে এই দুই দলকে।

‎বাছাইপর্বে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেপাল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ওমান। গতকাল আল আমেরাতে অনুষ্ঠিত ১৬তম ম্যাচে সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৭৭ রানের জয়ের ফলে বিশ্বকাপ নিশ্চিত হয় নেপাল ও ওমানের।

‎তবে এখনও একটি দল বাকি রয়েছে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত আজ জাপানের বিপক্ষে জয় পেলে ২০ দলের মূলপর্বে জায়গা করে নেবে। তবে জাপান জিতলে শেষ দল নির্ধারিত হবে নেট রান রেটে।

‎এ নিয়ে এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ১৯টি দেশ। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ভারত ও শ্রীলঙ্কা। গত বিশ্বকাপে সুপার এইটে ওঠায় সরাসরি সুযোগ পেয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। র‍্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে খেলবে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড। এছাড়া বাছাইপর্ব থেকে উঠেছে কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল ও ওমান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top