মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ইতিহাস গড়ল জাপান, র‌্যাঙ্কিংয়ে পতন ব্রাজিলের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫৪

ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাল জাপান। এর আগে ১৩ বার মুখোমুখি হলেও কখনোই জয় পায়নি এশিয়ার পরাশক্তি জাপান। তবে এবারের অক্টোবর উইন্ডোতে প্রীতি ম্যাচে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়েছে সামুরাই ব্লু।

এশিয়া সফরে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় কার্লো আনচেলত্তির ব্রাজিল। কিন্তু পরের ম্যাচেই হোঁচট খায় জাপানের বিপক্ষে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে তিন গোল করে জয় ছিনিয়ে নেয় জাপান।

এটাই ব্রাজিলের বিপক্ষে জাপানের প্রথম জয়, যা দুই দলের জন্যই ইতিহাসের এক বিশেষ অধ্যায়।

ব্রাজিলের এই পরাজয় ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলেছে। জাপানের কাছে হারার পর ১৭৫৮.৮৫ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে নেমে গেছে ব্রাজিল।
এটি ২০১৬ সালের আগস্টের পর সেলেসাওদের সর্বনিম্ন অবস্থান। তখন তারা ছিল নবম স্থানে।

কোচ কার্লো আনচেলত্তি এখনো দলের পারফরম্যান্সে কাঙ্ক্ষিত সমন্বয় খুঁজে পাননি। নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে গিয়ে দলের স্থিতিশীলতাও ব্যাহত হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বেও করুণ পারফরম্যান্স উপহার দেয়। কনমেবল অঞ্চলে তারা শেষ করেছে পঞ্চম স্থানে—১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে সংগ্রহ ২৮ পয়েন্ট।
তাদের সাফল্যের হার মাত্র ৫১ শতাংশ—যা ব্রাজিলের বাছাইপর্বের ইতিহাসে সর্বনিম্ন।

২০০২ বিশ্বকাপের আগে ব্রাজিলের সাফল্যের হার ছিল ৫৫.৬ শতাংশ, আর সেই আসরেই তারা হয় পঞ্চমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু এরপর এমন নিম্নমানের পারফরম্যান্সের নজির আর নেই।

ফিফার সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে স্পেন, একধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, আর একধাপ পিছিয়ে তৃতীয় ফ্রান্স।
চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইংল্যান্ড ও পর্তুগাল অপরিবর্তিত রয়েছে।

ব্রাজিলের পতনের সুযোগে নেদারল্যান্ডস উঠে এসেছে ছয়ে। এরপর যথাক্রমে বেলজিয়াম (৮), ইতালি (৯) এবং দুই ধাপ এগিয়ে জার্মানি (১০)।

বাংলাদেশ জাতীয় দলও পেয়েছে সুখবর। হংকংয়ের বিপক্ষে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ম্যাচে একটি ড্র ও একটি হারের পরও র‌্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে লাল-সবুজের।
আগের ১৮৪তম অবস্থান থেকে উঠে এসেছে ১৮৩তম স্থানে।

এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে ১-১ ড্র করায় বাংলাদেশের পয়েন্ট বেড়েছে। উল্লেখ্য, হংকং বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top