শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

আর্জেন্টিনার র‍্যাংকিংয়ে উন্নতি, ব্রাজিলের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:১৬

ছবি: সংগৃহীত

ফুটবল দুনিয়ায় মাঠ এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই দারুণ সময় পার করছে আর্জেন্টিনা। ফিফার নতুন হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছে লিওনেল মেসির দল। অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থার চিত্র পুরোপুরি বিপরীত।

ফিফার নতুন র‍্যাংকিং অনুযায়ী আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ১৮৭০.৩২ থেকে ১৮৭২.৪৩। গত সপ্তাহে তারা ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছিল, যা র‍্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।

অন্যদিকে, ব্রাজিল ২.৭৫ পয়েন্ট হারিয়ে ৬ নম্বর থেকে ৭ নম্বরে নেমেছে। সাম্প্রতিক প্রীতি ম্যাচে জাপানের সঙ্গে জয় পাননি সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইপর্বে টিকিট নিশ্চিত করতেও তারা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

আর্জেন্টিনার সঙ্গে র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে বাংলাদেশেরও। হামজারা এক ধাপ এগিয়ে ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছে। তবে পয়েন্টে তারা ৫.১৮ হ্রাস পেয়েছে। এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে খেলা দুই ম্যাচে একটিতে ৪-৩ গোলে হেরে গেছে বাংলাদেশ, আরেকটিতে ১-১ ড্র করেছে।

স্পেন ১ নম্বরে অবস্থান ধরে রেখেছে, কিন্তু অন্যান্য দলগুলোতে পরিবর্তন হয়েছে। ফ্রান্স এক ধাপ নেমে ৩ নম্বরে চলে এসেছে। ইংল্যান্ড ও পর্তুগাল আগের অবস্থান যথাক্রমে ৪ ও ৫ নম্বরে, আর নেদারল্যান্ডস উঠেছে ৬ নম্বরে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top