হৃদয়ের ধীরস্থির ফিফটিতে বাংলাদেশের শক্ত ভিত

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:১১

সংগৃহীত

তাওহিদ হৃদয়ের ধৈর্যশীল হাফসেঞ্চুরিতে শক্ত ভিত গড়েছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চাপে পড়ে গেলেও হৃদয় ও শান্তর গুরুত্বপূর্ণ জুটিতে ম্যাচে ফিরেছে দল। ৩৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১৩ রান।

‎ব্যক্তিগত ফিফটি স্পর্শ করতে হৃদয় খেলেছেন ৮৭ বল, যেখানে স্পষ্ট ধরা পড়ে তার দায়িত্বশীল ব্যাটিং। যদিও তার ব্যাটিংয়ে স্ট্রাইক রেট কিছুটা ধীর, তবে উইকেটের প্রেক্ষাপটে এই ইনিংসটি ছিল অত্যন্ত মূল্যবান। একপ্রান্ত ধরে রেখে দলকে টেনে নিয়ে যাওয়ার কাজটি দক্ষতার সঙ্গেই করে যাচ্ছেন তিনি।

‎‎ইনিংসের শুরুটা ছিল আক্রমণাত্মক। প্রথম ওভারেই বাউন্ডারিসহ আসে ৭ রান। তবে দ্বিতীয় ওভারেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরতে হয় ইনফর্ম ওপেনার সাইফ হাসানকে। ৬ বল খেলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

‎পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার। জেইডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বল কভার পয়েন্টের উপর দিয়ে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রোস্টন চেজের হাতে ধরা পড়েন তিনি। তার ব্যাট থেকে আসে ৬ বলে ৪ রান।

‎প্রথম তিন ওভারে ৮ রানে ২ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৭১ রান। শান্ত ৩২ রান করে আউট হলে ভাঙে গুরুত্বপূর্ণ সেই জুটি।হৃদয় এখনো উইকেটে অবিচল। তার ইনিংসের উপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের স্কোরবোর্ডে লড়াকু পুঁজি গড়ার আশাবাদ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top