অলিখিত ফাইনালে আজ টাইগারদের ট্রফি মিশন: মর্যাদা রক্ষার লড়াই
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৬

আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ‘অলিখিত ফাইনাল’। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা, যা তাদের ১৯ মাসের ট্রফি খরা ঘোচাতে পারে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এটি তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচে হারলে ২০১১ সালের পর প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারার বিব্রতকর রেকর্ডের মুখে পড়বে বাংলাদেশ। তাই এটি কেবল ম্যাচ নয়, মর্যাদা রক্ষার লড়াই।
এই সিরিজ দিয়ে প্রায় আড়াই বছর পর ঢাকায় ওয়ানডে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটেছে। আগের ম্যাচগুলোতে স্পিনারদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো, যা শেষ ম্যাচে সুপার ওভারের নাটকীয়তা এনে দিয়েছিল।
বাংলাদেশের সামনে এখন দুই প্রাপ্তির সুযোগ— ঘরের মাঠে প্রায় দেড় দশক ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত থাকার ধারা বজায় রাখা, এবং ২০২৪ সালের মার্চের পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়। ২০২৭ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্যও এ ম্যাচের ফল গুরুত্বপূর্ণ।
মিরাজের নেতৃত্বে এই সিরিজ হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে, যা সুপার ওভারে ব্যাটিং ব্যর্থতায় হাতছাড়া হয়। তবে আজ সিরিজ জয় দিয়েই সেই দুঃখ ভুলতে চায় টাইগাররা। মিরপুরে আজ তাদের একটাই লক্ষ্য: ট্রফি হাতে হাসিমুখে মাঠ ছাড়া।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।