শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

বেলিংহামের গোলে জুভেন্টাসকে হারিয়ে রিয়ালের হ্যাট্রিক জয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৫

সংগৃহীত

জুড বেলিংহামের একমাত্র গোলে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে আসরে শতভাগ জয়ের ধারা বজায় রাখল জাভি আলোন্সোর শিষ্যরা।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে চোট থেকে ফেরা ইংলিশ তারকা জুড বেলিংহাম জুন মাসের পর প্রথম গোলের দেখা পেলেন। রিয়ালের জার্সিতে এটি তার মৌসুমের প্রথম গোল।

ম্যাচের ৫৮তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে এলে বেলিংহাম সহজেই বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের সংগ্রহ পূর্ণ ৯ পয়েন্ট। তারা গ্রুপ পর্বের শীর্ষে রয়েছে। অন্যদিকে, জুভেন্টাসের খারাপ সময় যেন কাটছেই না। গত ১৩ সেপ্টেম্বরের পর থেকে টানা সাত ম্যাচে তারা জয়ের দেখা পায়নি। চ্যাম্পিয়নস লিগের তিন ম্যাচে তাদের পয়েন্ট মাত্র দুই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top