শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শকের দায়িত্বে শান মাসুদ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:১৩

সংগৃহীত

পাকিস্তান জাতীয় দলের টেস্ট অধিনায়ক শান মাসুদকে নতুন দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাকে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক (ইন্টারন্যাশনাল ডিরেক্টর) পদে রূপ নেবে।

শুক্রবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই ঘোষণা দেন। ক্রিকেট বিষয়ক একাধিক গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তান সফরে থাকা দক্ষিণ আফ্রিকা দলের সম্মানে আয়োজিত নৈশভোজে, প্রধানমন্ত্রী শাহাবাজ শরিফের উপস্থিতিতেই এ ঘোষণা দেওয়া হয়।

শান মাসুদকে আপাতত অন্তবর্তীকালীনভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাজের পরিধির মধ্যে থাকবে— আন্তর্জাতিক ক্রিকেট অপারেশনস পর্যবেক্ষণ, জাতীয় দলের ম্যানেজমেন্টে ভূমিকা রাখা, এবং অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করা।

এর আগে এই পদে ছিলেন ওসমান ওয়াহলা, যিনি ২০২৩ সালে দায়িত্ব পেয়েছিলেন। তবে স্থায়ী নিয়োগ না পেয়ে গত সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করেন। সম্প্রতি পিসিবি নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেখানে আবেদন করার শেষ সময় ২ নভেম্বর।

শান মাসুদ প্রায় দুই বছর ধরে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্ব করে আসছেন। এবার বোর্ডের প্রশাসনিক ভূমিকায় তার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top