সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

দুই ম্যাচ বাকি থাকতেই এশিয়ান কাপ থেকে ছিটকে বাংলাদেশ, ভারত ম্যাচ নিয়ে বাড়ছে উত্তেজনা

স্পোর্টস ডেক্স | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৫৫

সংগৃহীত

দুই ম্যাচ বাকি থাকতেই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হ্যাভিয়ের কাবরেরার অধীনে প্রথম চার ম্যাচে একটিতেও জয় না পাওয়ায় মূল পর্বে খেলার স্বপ্ন ভেঙেছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবু আসন্ন ভারত ম্যাচ ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস কোনোভাবেই কমছে না।

আগামী ১৮ নভেম্বর ঢাকার মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ঘরের দর্শকদের সামনে নামবেন হামজা চৌধুরীরা। গত মার্চে শিলংয়ে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে ভারতকে গোলশূন্য ড্রতে আটকে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় কাবরেরার শিষ্যরা। ওই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর।

ফিরতি লেগের ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ নভেম্বর দুপুর ২টা থেকে, অনলাইনে কুইকেট প্ল্যাটফর্মের মাধ্যমে। এর আগে ৪ নভেম্বর থেকে আফগানিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।

প্রতারণা এড়াতে এবারের টিকিট বিক্রিতে নতুন কিছু প্রযুক্তি যুক্ত করছে কুইকেট। পাশাপাশি স্টেডিয়ামে টিকিট যাচাইয়ের বুথের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ভারত ম্যাচের টিকিটের দাম ৪০০ টাকার বেশি হতে পারে, আর আফগানিস্তান ম্যাচের টিকিটের দাম রাখা হবে প্রায় ৩০০ টাকার আশপাশে।

মূল পর্বে খেলার আশা শেষ হলেও প্রতিবেশী ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে এখনো দারুণ উত্তেজনা বিরাজ করছে। অনেকেই বিশ্বাস করছেন, ঘরের মাঠে বাংলাদেশ আবারও ভারতকে চমকে দিতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top