বার্সেলোনা ঋণজনিত ঝুঁকি নিয়ে সমালোচনার মুখে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৭:২৪
বার্সেলোনা নতুন করে ঘরের মাঠে ফিরছে এবং সাম্প্রতিক ম্যাচগুলোতে ছন্দে ফিরে এসেছে—এমনটাই দাবি করেছেন ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা। তবে ইউরোপজুড়ে সবাই এই ছবিটিকে একইভাবে দেখছে না। বিশেষ করে জার্মানিতে বার্সেলোনার আর্থিক পরিস্থিতিকে কেন্দ্র করে তীব্র সমালোচনা উঠেছে।
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সভাপতি উলি হোনেস বার্সার ঋণ নিয়ে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। হোনেসের মতে, “বার্সেলোনার ঋণ ১.৩ বিলিয়ন ইউরোর বেশি। এমন ঋণের সঙ্গে তারা অন্য কোনো দেশে শীর্ষ লিগে খেলতেই পারত না। এটা হাস্যকর এবং অগ্রহণযোগ্য।”
হোনেস আরও বলেন, “বর্তমান আর্থিক কাঠামো একেবারেই অনিরাপদ। বার্সার মতো ক্লাব ঝুঁকিপূর্ণ হিসাব-নিকাশ করে চলতে পারে না। দীর্ঘমেয়াদে এটি ধ্বংসের পথ।” তিনি উদাহরণ দিয়ে বলেন, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে শক্ত আর্থিক নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা থাকায় তারা স্থায়ীভাবে সফল।
হোনেসের এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে—বার্সেলোনা কি সত্যিই আর্থিকভাবে পুনরুদ্ধার করতে পারছে, নাকি কাগজে-কলমে হিসাব মিলিয়ে টিকে আছে। ক্লাবের পক্ষ থেকে যদিও পুনরুদ্ধারের আশ্বাস দেওয়া হচ্ছে, ইউরোপীয় অভিজ্ঞ প্রশাসকের সতর্কবার্তা স্পষ্ট করে দিয়েছে যে, বার্সার আর্থিক স্থিতিশীলতা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।