বোরকা নিয়ে ব্যঙ্গ করায় বরখাস্ত নারী সিনেটর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৫
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সোমবার মুসলিম নারীদের ঐতিহ্যবাহী পোশাক বোরকা নিষিদ্ধ করার দাবি তোলার জন্য ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন বোরকা পরে পার্লামেন্টে প্রবেশ করেন। রাজনৈতিক প্রতিবাদের অংশ হিসেবে এই অভিনব কাণ্ডটি ঘটান তিনি।
হ্যানসন পার্লামেন্টে বিল পেশের অনুমতি না পাওয়ার পর প্রতিবাদ হিসেবে বোরকা পরে উচ্চকক্ষে প্রবেশ করেন। তার এই আচরণে পার্লামেন্টের কার্যক্রম প্রায় দেড় ঘণ্টা স্থগিত থাকে। সিনেটরের বিরোধিতা ও বিক্ষোভের মধ্যে হ্যানসন বোরকা খুলতে অস্বীকার করেন।
হ্যানসনের এ কার্যকলাপের বিরুদ্ধে মুসলিম সিনেটররা বর্ণবাদের অভিযোগ তোলেন। গ্রিন পার্টির সিনেটর মেহরিন ফারুকি বলেন, “সিনেটররা নিজের পোশাক বেছে নিতে পারেন, তবে এটি চরম বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ।” স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেম্যান হ্যানসনের আচরণকে ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, “এটি মুসলিমদের ও মুসলিম অস্ট্রেলিয়ানদের প্রতি সরাসরি অসম্মান।”
ক্ষমতাসীন মধ্য-বাম লেবার সরকারের নেতা পেনি ওং হ্যানসনকে “সিনেটের সদস্য হওয়ার অযোগ্য” ঘোষণা করেন এবং তাকে সাময়িকভাবে বরখাস্তের প্রস্তাব দেন। উল্লেখ্য, ২০১৭ সালেও হ্যানসন একই ধরনের পোশাক পরে পার্লামেন্টে প্রবেশ করেছিলেন।
হ্যানসনের দাবিদাখিল, বোরকা নারীর প্রতি অবমাননাকর এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। ১৯৯০-এর দশকে কুইন্সল্যান্ডের এই সিনেটর এশিয়া থেকে আসা অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের বিরোধিতা করে আলোচনায় আসেন। বর্তমানে তার নেতৃত্বাধীন ওয়ান নেশন পার্টি সিনেটে চারটি আসন ধারণ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।