বার্সেলোনার জয়ে নায়ক লামিনে ইয়ামাল, ভাঙলেন এমবাপ্পের রেকর্ড
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৫:৫৯
ইউরোপীয় ফুটবলে নিজের প্রতিভার ঝলক আবারও দেখালেন বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল। বুধবার রাতে কোপেনহেগেনের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে একাধিক রেকর্ড গড়েছেন ১৮ বছর বয়সী এই তরুণ তারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সেই শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
এই ম্যাচে করা গোলের মাধ্যমে ইয়ামাল চ্যাম্পিয়নস লিগে আট গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ে পরিণত হয়েছেন। ১৮ বছর ১৯৯ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি পেছনে ফেলেছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে, যিনি একই রেকর্ড গড়েছিলেন ১৮ বছর ৩০২ দিনে।
এটাই প্রথম নয়, যখন এমবাপ্পের কোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল। গত মৌসুমে মাত্র ১৭ বছর ২৯১ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোল করে ইতিহাস গড়েছিলেন তিনি।
কোপেনহেগেনের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করার সুবাদে ইয়ামাল চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে তিনবার গোল ও অ্যাসিস্ট করার কীর্তিও গড়েছেন। এই রেকর্ডে আপাতত তিনি কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন।
চলতি মৌসুমে কোচ হান্সি ফ্লিকের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে ইয়ামালের নামের পাশে এখন ১৩ গোল ও ১৩ অ্যাসিস্ট। বয়সের তুলনায় এমন দুর্দান্ত পরিসংখ্যান তাকে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ তারকাদের একজন করে তুলেছে।
এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে শীর্ষ আটে থেকে স্বয়ংক্রিয়ভাবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। ট্রফি জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখার পথে এই জয় দলটির জন্য এনে দিয়েছে বড় ধরনের আত্মবিশ্বাস।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।