• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লকডাউনেও চলবে বাংলাদেশ গেমস: বিওএ মহাসচিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১, ১৮:৩৭

লকডাউনেও চলবে বাংলাদেশ গেমস: বিওএ মহাসচিব

সারাদেশে সোমবার (০৫ এপ্রিল) লকডাউন শুরু হলেও বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস চলতে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)।

প্রাথমিকভাবে জানানো হয়েছিল সরকারি প্রজ্ঞাপন জারি হলে সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রজ্ঞাপনের আগেই বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানিয়ে দিলেন দেশের সর্ব বৃহৎ এই ক্রীড়াযজ্ঞ বন্ধ হচ্ছে না।

রোববার (৪ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে বিষয়টি জানান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই কর্তা।

সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘ইনশাল্লাহ বাংলাদেশ গেমস চলবে। যেগুলো ইভেন্ট বাকি আছে আমরা স্বাস্থ্যবিধি মেনে শেষ করবো। আমি আশাবাদী। সরকার বিষয়টি জানে। তাদের পক্ষ থেকে ইতিবাচক উত্তর পাবো।’

১ এপ্রিল বৃহস্পতিবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ এপ্রিল সমাপনী অনুষ্ঠান দিয়ে পর্দা নামার কথা রয়েছে বাংলাদেশের অলিম্পিক খ্যাত এই আয়োজনের।

বিওএ মহাসচিব আরও বলে, ‘এরইমধ্যে সবার সঙ্গে কথা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন গেমসটা ঠিক মতো হবে। আগামী ৯ তারিখের মধ্যে গেমসটি শেষ করে ফেলব।’

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top