মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সহজেই জিতলো রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১, ১৯:৩৪

সহজেই জিতলো রিয়াল

লিভারপুলের সঙ্গে সহজেই জিতলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (০৬ এপ্রিল) রাতে ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানোয় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে প্রতিযোগিতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।

রিয়ালের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল আর মার্কো অ্যাসেন্সিওর এক গোল করেন। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেছেন মোহামেদ সালাহ।

ম্যাচের ২৭তম মিনিটে টনি ক্রুসের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস। তবে এই গোলের মূল কারিগর ছিলেন জার্মান স্নাইপার খ্যাত রিয়ালের মিডফিল্ড মায়েস্ত্রো টনি ক্রুস।

এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় কমবয়সী খেলোয়াড় হিসেবে গোল করলেন ভিনিসিয়াস (২০ বছর ২৬৮ দিন)। তার চেয়ে কম বয়সে নকআউট পর্বে গোল করেছেন রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেস (২০ বছর ২৫৩ দিন)।

ম্যাচের ৩৬ মিনিটে দ্বিতীয় গোল করেন মার্কো অ্যাসেন্সিও। এরপর যদিও ৫১তম মিনিটে মিশরীয় ফরোয়ার্ড সালাহ দুর্দান্ত এক গোল করে লিভারপুলের ফেরার বার্তা দেন।

শেষ পর্যন্ত লিভারপুলের স্বস্তি দীর্ঘায়িত হয়নি। ৬৫তম মিনিটের মাথায় আবারও ভিনিসিয়াস গোলে ৩-১ ব্যবধান করে দেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top