রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

রেকর্ড ভেঙে ভারোত্তোলনে মাবিয়ার সোনা জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ০০:১৮

রেকর্ড ভেঙে ভারোত্তোলনে মাবিয়ার সোনা জয়

ভারোত্তোলনে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন মাবিয়া আক্তার সীমান্ত। নতুন রেকর্ড লিখে স্বর্ণ জিতেছেন এসএ গেমসে টানা দু’বারের স্বর্ণজয়ী এ অ্যাথলিট।

বুধবার (০৭ এপ্রিল) ময়মসিংহের জেলা জিমন্যাশিয়ামে নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের এই ভারোত্তলক স্ন্যাচ এবং ক্লিন এন্ড জার্কে রেকর্ড গড়ে মোট ওজন ১৮১ কেজি তুলেছেন। এর মধ্যে স্ল্যাচ ৮০ কেজি এবং ক্লিন এন্ড জার্ক ১০১ কেজি।

২০১৮ সালে আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলনে স্ন্যাচে ৭৯ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০০ কেজি তুলে রেকর্ড লিখেছিলেন। এবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে আনসারের এ ভারোত্তোলক ছাড়িয়ে গেলেন নিজের সেই রেকর্ড। তার চোখ এখন অলিম্পিকে।

১৩২ কেজি তুলে সেনাবাহিনীর মিলা আক্তার রৌপ্য এবং ১১৬ কেজি তুলে ব্রোঞ্জ জেতেন ঢাকার সিপাহী যুব সংঘের লাবনী আক্তার।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top