• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিক্ষোভের মুখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২১, ২২:২৩

বিক্ষোভের মুখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিক্ষোভের মুখে পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। রবিবার (১৫ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনির বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জনগণের দাবি মেনে নিয়ে সোমবার মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ বরাবর তিনি পদত্যাগপত্র পেশ করবেন।

মালয়েশিয়া মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী মোহদ রেদজুয়ান মোহাম্মদ ইউসুফ সংবাদমাধ্যমকে জানান, মন্ত্রিসভার সদস্য ও নিজেদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন।

দেশটিতে করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, অর্থনীতি পুনর্গঠনে সঠিক দিক নির্দেশনার অভাব এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে।

সম্প্রতি তার দলের কয়েকজন আইন প্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেওয়ার পর আরও চাপের মুখে পরেন তিনি।

চলতি বছরের জুলাইয়ের শেষে তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিক্ষোভ শুরু হয়। এর জেরে গত ৪ আগস্ট এক টেলিভিশন ভাষণে মুহিউদ্দিন ইয়াসিন জানান, পার্লামেন্টের সদস্যদের নিয়ে আগামী সেপ্টেম্বরে দেওয়ান রাকাইতে আস্থা ভোটের আয়োজন করবেন। তবে পার্লামেন্টে তার দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্তই নিলেন মুহিউদ্দিন ইয়াসিন।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top