মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

বিশ্বে করোনায় মারা গেছেন সাত হাজারের বেশি মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ১৮:৪০

বিশ্বে করোনায় মারা গেছেন সাত হাজারের বেশি মানুষ

২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাভাইরাসের মৃত্যু হয়েছে সাত হাজার ৩৩৪ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৭০ হাজার ৯৫৮ জন। আর সেরে উঠেছেন চার লাখ ৪৬ হাজার ৯৩৬ জন। শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৪৮ লাখ পাঁচ হাজার ৯২ জনের। একই সময়ে মোট আক্রান্ত হয়েছেন মোট ২৩ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৫৮৭ জন। আর এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ কোটি ১৭ লাখ ৯০ হাজার ৫৬৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top