রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

বেনজির ভুট্টোর হত্যার ১৪ বছর

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ২৩:৩২

বেনজির ভুট্টোর হত্যার ১৪ বছর

১৪ বছর পেরিয়ে গেল, তবুও বিচারের মুখ দেখল না পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যা মামলা। আজও অন্ধকারেই রয়ে গেল পাকিস্তানের ডাকসাইটে নেত্রী বেনজির ভুট্টোর হত্যারহস্য।

সোমবার ১৪তম মৃত্যুবার্ষিকীতে দেশটির জনপ্রিয় দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’র এক প্রতিবেদনে বলা হয়েছে। ২০০৭ সালে সেনাশাসনবিরোধী উত্তেজনায় উত্তাল পাকিস্তান। তারই অংশ হিসাবে ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকত বাগের বিশাল জনসমাবেশে বক্তৃতার মাঝপথেই হত্যার শিকার হন বেনজির ভুট্টো। ঘটনাস্থলেই বেনজির ভুট্টোসহ নিহত হন তার দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ২০ জন নেতাকর্মী, আহত হন প্রায় ৭০ জন।

বিশেষ সন্ত্রাসবিরোধী আদালতের (এটিসি) বিচারক মুহাম্মদ আসগর খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ২০১৭ সালের ৩১ আগস্ট মামলার রায় ঘোষণা করেন। পাঁচ আসামিকে খালাস দেন বিচারক। পারভেজ মোশাররফকে ঘোষণা করা হয় পলাতক। তার বিরুদ্ধে জারি করা হয় স্থায়ী গ্রেফতারি পরোয়ানা। জব্দ করা হয় তার স্থাবর-অস্থাবর সম্পত্তি। এদিকে, ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হাইকোর্টে এ মামলার শুনানি হতে পারে বলে আশা করা হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top