• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পেরুর আমাজন বনাঞ্চলে বিমান বিধ্বস্তে নিহত ৭ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২২, ২৩:১৫

পেরুর আমাজন বনাঞ্চলে বিমান বিধ্বস্তে নিহত ৭ জন

পেরুর আমাজন বনাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত হয়েছেন ৭ জন। এই ঘটনায় বিমানের সব যাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ‘সেনসা টু জিরো সেভেন’ এয়ারক্রাফটি দেশটির নাজকার কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়। গোলোযোগ টের পেয়ে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি ল্যান্ড করার চেষ্টা করে পাইলট। ল্যান্ড করার পরপরই আগুন ধরে বিধ্বস্ত হয়ে যায় বিমানটি।

এদিকে পেরুর বিমান চলাচল সংস্থা কোরপ্যাক জানিয়েছে, হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্থানীয় কলাম্বিয়া হেলিকপ্টারস সংস্থার। মার্কো ওচা নামে এক আইন কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে পেরুর দুইজন এবং যুক্তরাষ্ট্রের পাঁচজন নাগরিক ছিলেন। উদ্ধারকারী দল তাদের মৃতদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানায়, পেট্রমিনারেলস লি. এর হয়ে কাজ করছিলেন নিহতরা। পেট্রমিনারেলস কানাডাভিত্তিক একটি তেল অনুসন্ধান সংস্থা। মূলত ল্যাতিন আমেরিকাতেই কাজ করে থাকে এই সংস্থা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top