শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে হাসপাতালে বিমান হামলায় আহত ১৭

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ০০:৫৫

ইউক্রেনে হাসপাতালে বিমান হামলায় আহত ১৭

ইউক্রেনের মারিউপোল শহরে একটি প্রসূতি ও শিশু হাসপাতালে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় হাসপাতালটির রোগী ও কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ১৭ জন আহত হেয়েছেন। এদিকে এই ঘটনাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র: বিবিসি

বৃহস্পতিবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

দোনেৎস্কের আঞ্চলিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চলাকালে হামলার ঘটনাটি ঘটেছে। তবে এতে কারও মৃত্যু হয়নি। কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।

এদিকে বেসামরিক লোকদের ওপর চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top