• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত ৮০ গাড়ি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২২, ২০:০৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত ৮০ গাড়ি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৮০টি গাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২৪ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পেনসিলভানিয়ার হ্যারিসবার্গের উত্তর-পূর্বের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পেনসিলভানিয়া পুলিশ জানিয়েছে, এই অঞ্চলে হঠাৎ করেই ভারী তুষারপাত শুরু হয়েছে। এর ফলে চালকদের দৃষ্টিসীমা কমে আসে। এ কারণেই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িগুলো।

সিএনএন জানিয়েছে, সোমবার সকালে ওই মহাসড়ক হঠাৎ কুয়াশায় ঢেকে যায় এবং শুরু হয় ভারী তুষারপাত। এ সময় দ্রুত গতিতে চলতে থাকা যানবাহনগুলোর চালকরা সাদা তুষার আর কিছুই দেখতে পাচ্ছিলেন না।

শুরুতে দু'টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং এরপর চেইন রিঅ্যাকশনের মত পেছন থেকে একের পর এক গাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাভেল ভলান্টিয়ার দমকল বাহিনীর প্রধান জেরেমি স্মলউড জানান, সোমবার তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর গাড়িগুলো থেকে ধোঁয়া উঠতে দেখেন তিনি।

গাড়িগুলো বিপজ্জনক গতিতে একটির পেছনে আরেকটি ধাক্কা মারে। আহতরা গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সংঘর্ষের ফলে কয়েকটি গাড়িতে আগুনও ধরে যায়। ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ জন আহত ব্যক্তিকে চারটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top