• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় প্রতিশোধ নিতে বাড়িতে আগুন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২২, ০২:২২

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় প্রতিশোধ নিতে বাড়িতে আগুন

সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে একটি ভবনে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে। বহুতল ওই ভবনে আগুন লাগানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম শুভম দিক্ষিত, বয়স ২৭ বছর। সে ওই এলাকায় সঞ্জয় হিসেবেই বেশি পরিচিত।

এক তরুণী তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তিনি ওই ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া ভবনেই থাকতেন ওই তরুণী। তবে সৌভাগ্যক্রমে অগ্নিকাণ্ড থেকে ওই তরুণী এবং তার মাকে নিরাপদেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (৭ মে) ভোরে ওই বহুতল ভবনটিতে আগুন লাগে। ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে অবস্থিত ওই ভবনের বেজমেন্টের প্রধান বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় শর্ট সার্কিটের কারণে ভোর ৩টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে জানানো হয়। সে সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। অল্প সময়ে মধ্যেই পার্কিংয়ে রাখা গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, সঞ্জয় ওই তরুণীকে কিছু টাকাও ধার দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হওয়ার পর থেকেই সঞ্জয় তাকে বিরক্ত করা শুরু করেন। এসব বিষয় নিয়ে প্রায় প্রতিদিনই তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল।

সিসিটিভির একটি ফুটেজে দেখা গেছে, স্থানীয় সময় শনিবার মধ্যরাত ২ টা ৫৫ মিনিটে ওই ভবনের পার্কিংয়ে প্রবেশ করছেন সঞ্জয়। এরপর তিনি ওই তরুণীর স্কুটারে কিছু একটা রেখে দেন।

পরে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং পার্কিংয়ে থাকা অন্যান্য গাড়িতেও আগুন ধরে যায়। ওই দিন রাতেই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা এবং ধ্বংসযজ্ঞের অভিযোগ আনা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top