• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২২, ১৮:২৫

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

রাশিয়া শনিবার সকাল থেকে প্রতিবেশী ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। শুক্রবার ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিক্রেতা প্রতিষ্ঠান গাসুম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্যসহ ইউরোপীয় কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্র। এর জবাবে রাশিয়া শত্রুভাবাপন্ন দেশগুলোকে সাফ জানিয়েছে, মস্কো থেকে গ্যাস কিনতে হলে ডলারে নয়, বরং রুশ মুদ্রা রুবলে কিনতে হবে। ফিনল্যান্ড রুবলে গ্যাস কিনতে অস্বীকৃতি জানিয়েছে।

গাসুমের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০ মে শুক্রবার বিকেলে গ্যাজপ্রম এক্সপোর্ট গ্যাসমকে জানিয়েছে যে, গ্যাসমের সরবরাহ চুক্তির অধীনে ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ ২১ মে শনিবার বন্ধ করে দেওয়া হবে।’

গাসুমের প্রধান নির্বাহী মিকা উইলজানেন এই খবরকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। আগামী মাসগুলিতে পর্যাপ্ত গ্যাস থাকবে বলে তিনি গ্রাহকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন।

মিকা বলেছেন, ‘আমরা এই পরিস্থিতির জন্য সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছি এবং গ্যাস ট্রান্সমিশন নেটওয়ার্কে কোনও বিঘ্ন ঘটবে না, আমরা আগামী মাসে আমাদের সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে সক্ষম হব।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top