• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ইউক্রেনের আরও অঞ্চল দখল করতে চায় রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ০৮:২৪

ইউক্রেনের আরও অঞ্চল দখল করতে চায় রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে মস্কোর সামরিক ‘কর্মকাণ্ড’ এখন পূর্ব দোনবাস অঞ্চলের বাইরে চলে গেছে। বুধবার (২০ জুলাই) রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে এটাই ইঙ্গিত দিলেন যে, মস্কো এই মুহূর্তে দোনবাস অঞ্চলের বাইরে ইউক্রেনের অভ্যন্তরে আরও সামরিক অভিযান পরিচালনা করবে।

ল্যাভরভ জানিয়েছেন, রুশ ও ইউক্রেনীয় আলোচকরা মার্চের শেষের দিকে তুরস্কে শান্তি আলোচনার পর থেকে ভৌগলিক বাস্তবতা পরিবর্তিত হয়েছে। ওই আলোচনায় কোনও অগ্রগতি হয়নি।

ওই সময়ে ল্যাভরভ বলেছিলেন, রাশিয়ার মূল লক্ষ্য দোনেটস্ক ও লুহানস্ক। এই দুটি অঞ্চল থেকে তারা ইউক্রেনীয় বাহিনীকে তাড়াতে চায়।

রাশিয়ার বাহিনীর দখলকৃত অঞ্চলের উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এখন ভৌগলিক বাস্তবতা ভিন্ন, এটি দোনেটস্ক ও লুহানস্ক থেকে অনেক দূরে, এখন খারসন ও জাপোরিঝিয়া অঞ্চল এবং আরও কয়েকটি অঞ্চল অন্তর্ভূক্ত। এই প্রক্রিয়াটি যৌক্তিকভাবে ও দৃঢ়ভাবে অব্যাহত রয়েছে।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top