• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পর্তুগালে খরার কারণে পানির দাম বাড়াচ্ছে দেশটির সরকার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২২, ০৫:০০

পর্তুগালে খরার কারণে পানির দাম বাড়াচ্ছে দেশটির সরকার

খরার কারণে পানি সঙ্কটে পড়েছে পর্তুগাল। দেশটির সরকার তাই ৪৩টি পৌরসভাকে সবচেয়ে বড় ভোক্তাদের জন্য অস্থায়ীভাবে পানির দাম বাড়ানোর সুপারিশ করেছে। এছাড়া সরকারি পার্ক, বাগান ও সড়ক পরিষ্কারের জন্য পানি সরবরাহ স্থগিত করেছে।

ন্যাশনাল মেটিওরোলজি ইনস্টিটিউট আইপিএমএ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে তাপপ্রবাহের কারণে তীব্র খরার কবলে পড়েছে পর্তুগাল।

পরিবেশ মন্ত্রী ডুয়ার্তে কর্ডেইরো বুধবার জানিয়েছেন, পর্তুগালের মূল ভূখণ্ডের ৬১টি বাঁধের মধ্যে ১০টি সঙ্কটজনক অবস্থায় রয়েছে। এগুলোতে ধারণক্ষমতার ২০ শতাংশের কম পানি রয়েছে।

তিনি জানান, প্রায় শুকনো বাঁধগুলো দেশের উত্তর ও কেন্দ্রের ৪০টি পৌরসভায় এবং আলগারভের তিনটি পর্যটন নির্ভর এলাকায় পানি সরবরাহ করে। অবশ্য সারাদেশের জলাধারে দুই বছরের জন্য পর্যাপ্ত পানি রয়েছে। তবে সংকটজনক পরিস্থিতিতে থাকা ১০টি জলাধারে এক বছরের জন্য পর্যাপ্ত পানির মজুদ নেই।

পর্তুগালের মোট ২৭৮টি পৌরসভা রয়েছে। এই পৌর কর্তৃপক্ষই সারাদেশে পানি সরবরাহ করে।

কর্ডেইরো জানিয়েছেন, সরকার সুপারিশ করেছে যে, খরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ৪৩টি পৌরসভায় যেসব পরিবার ও প্রতিষ্ঠান প্রতি মাসে ১৫ কিউবিক মিটারের বেশি পানি ব্যবহার করে তাদের জন্য দাম বাড়ানো উচিত। দেশের গড় পরিবার প্রতি মাসে ১০ কিউবিক মিটার ব্যবহার করে।

তিনি বলেন, তাদের অবশ্যই ‘অস্থায়ীভাবে পানির অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করতে হবে, যেমন রাস্তা ধোয়া, সবুজ স্থানগুলোতে পানি দেওয়া এবং ফোয়ারা ও সুইমিং পুল। সরকার এই ব্যবস্থাগুলো দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সহায়তা করবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top