শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন টাটার সাবেক চেয়ারম্যান

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৩১

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন টাটার সাবেক চেয়ারম্যান

ভারতের টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মহারাষ্ট্রের পালঘরের কাছে রবিবার (৪ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এই তথ্য জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাইরাসের গাড়ি একটি সড়ক বিভাজসে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

পালঘর জেলার পুলিশ সুপার বালাসাহেব পাতিল বলেন, দুপুর সোয়া ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সাইরাস আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিলেন। পথে সূর্য নদীর ওপর একটি সেতুতে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার সময় সাইরাসের সঙ্গে গাড়িতে আরও দু’জন ছিলেন। তাদের উদ্ধার করে গুজরাতের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top