• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


করোনার অবসান দৃশ্যমান হয়ে উঠছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৮

করোনার অবসান দৃশ্যমান হয়ে উঠছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সারা বিশ্বে কোভিড-১৯ এ মহামারি অবসানের দ্বারপ্রান্তে রয়েছে। কোভিড মহামারি শুরুর পর কখনো এতোটা ভালো অবস্থানে আসতে পারেনি বিশ্ব। এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা-পরিচালক টেড্রস আধানম। গতকাল (বুধবার) জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আধানম বলেন, “গত সপ্তাহে বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাসে যত মানুষের মৃত্যু হয়েছে তা ২০২০ সালের মার্চ মাসের থেকে কম। এর আগে মহামারির বিরুদ্ধে এত ভাল অবস্থায় কখনো আসতে পারেনি আমরা। আমরা এখনও পুরোপুরি বিজয়ী হতে পারিনি, তবে আমরা মহামারির শেষ দেখতে পাচ্ছি।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরো বলেন, “একজন ম্যারাথন প্রতিযোগী কখনো ‘ফিনিশ লাইন’ দেখেই থেমে যান না, তিনি সমস্ত শক্তি দিয়ে আরো জোরে দৌড়াতে শুরু করেন। আমাদেরকেও এখন তাই করতে হবে। আমরা জয়ের দ্বারপ্রান্তে আছি কিন্তু এখন থেমে যাওয়ার সময় নয়।”

তিনি কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ও অনিশ্চয়তা নিয়েও সতকর্ত করেন। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থার মহাপরিচালক বলেন, দেশগুলোর উচিত তাদের নীতি কঠোরভাবে পর্যালোচনা করা এবং কোভিড-১৯ কিংবা ভবিষ্যতে আসা ভাইরাস মোকাবেলার উপযুক্ত করে তৈরি করা। বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীগুলোতে শতভাগ টিকাদান এবং ভাইরাস শনাক্তে নিয়মিত পরীক্ষা চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top