• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


৭০ বছর পর ভারতের কুনো জাতীয় উদ্যানে চিতা বাঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৫

৭০ বছর পর ভারতের কুনো জাতীয় উদ্যানে চিতা বাঘ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের জন্মদিনে (১৭ সেপ্টেম্বর) মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আটটি চিতা অবমুক্ত করলেন। চিতাগুলো নামিবিয়া থেকে ভারতে আনা হয়।

একইসঙ্গে মোদি প্রজেক্ট চিতারও উদ্বোধনও করেছেন মোদি। চিতাগুলো ছেড়ে দেওয়ার পর তিনি সেগুলোর বেশ কয়েকটি ছবি তোলেন। চিতাগুলোকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে নামিবিয়া থেকে গোয়ালিওয়রে আনা হয়। এরপর হেলিকপ্টারে করে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নিয়ে আসা হয়।

নরেন্দ্র মোদি বলেন, আজ কয়েক দশক পর চিতা দেশে ফিরে এসেছে। এ জন্য আমরা নামিবিয়া সরকারকে ধন্যবাদ জানাই। যার কারণে এই অসাধ্য সাধন হয়েছে।

তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক যে, ১৯৫২ সালে দেশ থেকে চিতাদের বিলুপ্ত ঘোষণা করা হয়, কয়েক দশক ধরে তাদের পুনর্বাসনের জন্য কোনো প্রচেষ্টা করা হয়নি। আজ স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে দেশ এখন নতুন শক্তিতে এগোতে শুরু করেছে। চিতাদের পুনর্বাসন আবার শুরু করা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, যখন প্রকৃতি ও পরিবেশ সুরক্ষিত থাকে, তখন আমাদের ভবিষ্যৎও সুরক্ষিত থাকে। উন্নয়ন ও সমৃদ্ধির পথও খুলে যায়। কুনো ন্যাশনাল পার্কে চিতা যখন আবার ছুটতে শুরু করবে, তখন এখানকার তৃণভূমির ইকোসিস্টেম আবার পুনরুদ্ধার হবে এবং জীববৈচিত্র্য বাড়বে। প্রকৃতি ও পরিবেশ, পশু-পাখি, আমাদের জন্য এটি আমাদের সংবেদনশীলতা ও আধ্যাত্মিকতার ভিত্তি।

দেশবাসীর কাছে আবেদন জানিয়ে মোদি বলেন, দেশবাসীকে ধৈর্য দেখাতে হবে, কুনো জাতীয় উদ্যানে চিতাগুলোকে দেখতে কয়েক মাস অপেক্ষা করতে হবে। আজ এ চিতারা অতিথি হয়ে এসেছে। তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কয়েক মাস সময় দিতে হবে। আন্তর্জাতিক প্রটোকল মেনেই ভারত এ চিতাদের পুনর্বাসন ও নিরাপত্তার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

অতিরিক্ত শিকার এবং বাসস্থান ধ্বংসের মতো কারণে ভারত থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে বিড়াল প্রজাতির প্রাণী চিতা। ১৯৪৭ সালে মারা যায় ভারতের শেষ তিন চিতা। পাঁচ বছর পর ১৯৫২ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকা অথবা নামিবিয়া থেকে আগামী পাঁচ বছর ধরে ধাপে ধাপে ৫০টি চিতা ভারতে আনা হবে। এর মধ্যে অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হবে বলেও জানা গিয়েছে। মোদি সরকারের দাবি, ভারতের অরণ্যে হারিয়ে যাওয়া সেই চিতা ফেরানোর উদ্দেশ্যেই এ পদক্ষেপ।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top