• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নেপালে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০২:১৯

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু

গত সপ্তাহে নেপালের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১২ অক্টোবর) বিবিসি এ তথ্য জানিয়েছে।

এবারের বর্ষায় সবচেয়ে ভয়াবহ বৃষ্টি হয়েছে উত্তর-পশ্চিমের কর্নালি প্রদেশে। ওই এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ভূমিধস ও বন্যায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রদেশজুড়ে অন্তত ২২ জন এখনও নিখোঁজ রয়েছে এবং আরও অনেক লোক আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়ি অঞ্চলে পৌঁছাতে অসুবিধার কথা জানিয়েছেন উদ্ধারকারীরা।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করেছি। আমরা সুরক্ষেত থেকে মানুষদের উদ্ধারের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করেছি। তবে দুর্ভাগ্যবশত, আবহাওয়ার উন্নতি না হওয়ায় আশানুরূপ অগ্রগতি হচ্ছে না।’

নিখোঁজদের অধিকাংশই নিম্নাঞ্চলের কালিকোট জেলার বাসিন্দা। গত সপ্তাহে তীব্র বৃষ্টির সতর্কতার মধ্যে হাজার হাজার লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

নেপালের জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের কিছু এলাকায় কর্নালি নদীর পানির উচ্চতা ১২ মিটার পর্যন্ত বেড়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নদীর উপর বেশ কয়েকটি ঝুলন্ত সেতুও ভেসে গেছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top