রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

অস্ত্রধারীদের হামলায় শান্তিরক্ষা মিশনের ৩ সদস্য নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে অজ্ঞাত অস্ত্রধারীর হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্তত ৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। জাতিসংঘ জানায়, নিহত শান্তিরক্ষীরা বুরুন্ডির সামরিক বাহিনীর সদস্য।

হামলার কয়েক ঘণ্টা পরই দেশটির সরকারের বিরুদ্ধে সংঘাতে জড়িত বিদ্রোহীদের জোট একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। একইসঙ্গে রোববার দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন স্থগিতের দাবি জানায় তারা।

এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, মধ্য কেমো অঞ্চলের দেকোয়া এবং দক্ষিণ এমবোমো এলাকার বাকৌমায় আলাদাভাবে জাতিসংঘ শান্তিরক্ষীর পাশাপাশি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে।

এনএফ৭১/আরআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top