• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


দক্ষিণ কোরিয়ায় খনিতে আটকা পড়া দুই শ্রমিককে ৯ দিন পর জীবিত উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২, ০১:৩৩

দক্ষিণ কোরিয়ায় খনিতে আটকা পড়া দুই শ্রমিককে ৯ দিন পর জীবিত উদ্ধার

দক্ষিণ কোরিয়ার একটি জিংক খনিতে আটকা পড়া দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। টানা ৯ দিনের রুদ্ধশ্বাস অভিযানে তাদের উদ্ধার করা হয়। খনিতে ধসের ঘটনা ঘটার পর সেখানে আটকা পড়েন তারা। এতদিন পর দুই শ্রমিকের বেঁচে আসাকে ‘অলৌকিক’ ঘটনা বলছেন উদ্ধারকারীরা। খবর এএফপির।

গত ২৬ অক্টোবর দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় বোংগওয়ায় ওই জিংক খনিতে দুর্ঘটনা ঘটে। ওই সময় সেখান কাজ করা দুই শ্রমিক মাটির ৬২০ ফুট গভীরে আটকে যান। টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনার ৯ দিন পর শুক্রবার উদ্ধারকারীদের সহায়তায় খনি থেকে বের হয়ে আসছেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, ৬২ ও ৫৬ বছর বয়সী ওই দুই শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

আটকে পড়ার পর নিজেদের উষ্ণ রাখতে ওই দুই শ্রমিক খনির একটি টানেলে প্লাস্টিক দিয়ে তাঁবু তৈরি ও আগুন জ্বালিয়েছিলেন। তাদের কাছে কফি পাউডার মিক্স ছিল। এগুলো আহার হিসেবে খেয়েছেন। তাছাড়া খনির ভেতরে যে পানি গিয়েছিল সেগুলো তারা পান করে বেঁচে ছিলেন।’

ওই দুই শ্রমিককে যখন বের করে নিয়ে আসা হয় তখনও তাদের পরিবারের সদস্যরা বিশ্বাস করতে পারেননি তারা জীবিত বের হয়ে এসেছেন।

সূত্র: এএফপি

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top