রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


দেউলিয়া হতে পারে টুইটার, সতর্ক ইলন মাস্কের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৩:১৪

দেউলিয়া হতে পারে টুইটার, সতর্ক ইলন মাস্কের

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছেন, দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার। যুক্তরাষ্ট্রের প্রাইভেসি রেগুলেটরের কাছ থেকে পাওয়া সতর্কতা ও কোম্পানির ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধানের পদত্যাগসহ বৃহস্পতিবার বিশৃঙ্খল একটি দিন পার করেছে টুইটার।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, মার্কিন ধনকুবের ইলন মাস্ক বৃহস্পতিবার টুইটারের কর্মীদের সঙ্গে প্রথমবারের মতো বড় বৈঠক করেন। তিনি তাদের জানান, টুইটার দেউলিয়া হয়ে যাবে না এ নিশ্চয়তা তিনি দিতে পারেন না। ৪ কোটি ৪০ লাখ ডলারে টুইটারের মালিকানা কিনে নেওয়ার দুই সপ্তাহ পর এমন সতর্কতা দিলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী।

মাস্ক টুইটার কেনার পর অনেক বিজ্ঞাপন সংস্থা জনপ্রিয় এ সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন বন্ধ করে দেয়। রয়টার্সকে আরেকটি সূত্র বলেছে, বৃহস্পতিবার টুইটার থেকে পদত্যাগ করেন শীর্ষ কর্মকর্তা ইউল রোথ। তিনি টুইটারের বর্ণবৈষম্য, ভুয়া তথ্য এবং স্প্যামের বিষয়গুলো দেখতেন।

রয়টার্স বলছে, টুইটারের প্রধান প্রাইভেসি অফিসার ড্যামিয়েন কিরান এবং প্রধান কমপ্লায়েন্স অফিসার মারিন ফোগাটিও পদত্যাগ করেছেন। এছাড়া শোনা গিয়েছিল প্রধান বিজ্ঞাপন বিক্রয় নির্বাহী রবিন হুইলারও পদত্যাগ করেছেন। তবে পরবর্তীতে রবিন নিজে টুইট করে জানান, ‘আমি এখনো আছি।’

এদিকে, একটি সূত্র জানিয়েছে কর্মীদের মাস্ক সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী বছর টুইটার কয়েক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে। কর্মীদের কাছে পাঠানো ই-মেইলে স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক জানিয়ে দেন, টুইটারে কাউকে আর ঘরে বসে কাজ করতে দেওয়া হবে না এবং প্রতি সপ্তাহে অফিসে সবাইকে কমপক্ষে ৪০ ঘণ্টা সময় দিতে হবে।

একসঙ্গে তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করায় বিষয়টি তদন্ত করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন। তারা বলেছে, টুইটারে কি ঘটছে সেটি খুঁজে বের করা হবে। ফেডারেল ট্রেড কমিশন হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেউ আইনের উর্ধ্বে নন।

সূত্র: রয়টার্স।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top