• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ইউক্রেনের মাইকোলাইভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

রায়হান রাজীব | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ২২:৩২

মাইকোলাইভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

খেরসন থেকে প্রায় ৯৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর মাইকোলাইভ। শহরটির একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

এফএমটি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হামলায় পাঁচতলার ওই আবাসিক ভবনটি ধ্বংস হয়ে গেছে। আহতদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

টেলিগ্রামে এক পোস্টে মাইকোলাইভের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ বলেন, শুক্রবার ভোরে হামলার এ ঘটনাটি ঘটে। এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র হামলাকে ‘নিষ্ঠুর’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাশিয়া তাদের কৌশল অব্যাহত রেখেছে। আমরাও আমাদের লড়াই চালিয়ে যাব। ইউক্রেন ও ইউক্রেনের মানুষের প্রতি দখলদারদের সকল অপরাধের জবাবদিহি করতে হবে।

খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সম্প্রতিই শহরটি দখলে নেয় ইউক্রেনের সেনারা। এদিকে, খেরসন থেকে সকল রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে খেরসনই একমাত্র আঞ্চলিক রাজধানী, যা রাশিয়ার দখলে ছিল।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top