• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নিজের দেশেই নিষিদ্ধ হলো অস্কারে মনোনীত পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’

রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ০৬:৩৯

জয়ল্যান্ড

অস্কার মঞ্চে যে কোনও দেশের ছবির মনোনয়ন পাওয়াটাই বেশ গর্বের। এবার  পাকিস্তানের ‘জয়ল্যান্ড’ ছবিটি মনোনীত হয়েছে অস্কারের জন্য। পাকিস্তানি পরিচালক সাইম সাদিকের এই ছবি অস্কার মনোনয়ন পেলেও নিজের দেশেই হলো নিষিদ্ধ!

১৮ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা পাকিস্তানে। এরআগে ৬ অক্টোবর এই ছবির বিশেষ প্রদর্শনী হয়। কিন্তু মুক্তির দিন কয়েক আগেই, দেশটির সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিষিদ্ধ করা হয়েছে ‘জয়ল্যান্ড’ ছবিটিকে।

অস্কারে মনোনয়ন পাওয়ার আগে পরিচালক সইম সাদিকের এই ছবি দেখানো হয় কান চলচ্চিত্র উৎসবে। ‘জয়ল্যান্ড’-এর হাত ধরে কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হয় পাকিস্তানের। এরআগে, ২০১৯ সালে সইম সাদিক একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানান। সেই ছবি ভেনিস চলচ্চিত্র উৎসব ঘুরে আসে।

ছবির গল্পটা কেমন, কেনই বা দেশটি ছবিটি প্রদর্শনে বাধা হয়ে দাঁড়ালো? এই ছবি আসলে পাকিস্তানের পুরুষতান্ত্রিকতার ওপর জোর আঘাত হেনেছে।

ছবির যে প্রধান চরিত্র, সে পাকিস্তানের এক কট্টরপন্থী পরিবারের ছেলে। পরিবার আশা করেছিল, সে ভবিষ্যতে বিয়ে করে পুত্রসন্তানের জন্ম দিয়ে বংশ এগিয়ে নিয়ে যাবে কিন্তু সেই ছেলে গোপনে যোগ দেয় এক ইরোটিক ডান্স গ্রুপে। সেই গ্রুপের এক রূপান্তরকামী মহিলার প্রেমে পড়ে যায়। গল্প এগিয়ে যেতে থাকে, ভাঙতে থাকে যৌনতার সামাজিক ও প্রথাগত ধারণা।

এই বুনটে বাঁধা ছবির গল্প। যা পাকিস্তান সরকার দর্শকদের দেখাতে আগ্রহী নয়। ছবিটি ব্যান করার কারণস্বরূপ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘জয়ল্যান্ড’ ছবিটি দেশের সংস্কার বিরোধী, তাই দেখানো যাবে না।’  সিনেমাটির বিষয়বস্তু নৈতিকতা ও সামাজিক মূল্যবোধকে খাটো করে, যা অত্যন্ত আপত্তিকর।

অবশ্য এমন সিদ্ধান্তে পাকিস্তানের দর্শকদের একাংশ তীব্র ভর্ৎসনা করছে সরকারকে। অভিনেতা সারওয়াত গিলানি চলচ্চিত্রটির নিষেধাজ্ঞার বিরুদ্ধে টুইটারে লিখেছেন, এটি খুবই লজ্জাজনক যে আমাদের দেশই একাডেমি অ্যাওয়ার্ডে এই চলচ্চিত্র পাঠিয়েছে, যেখানে আমাদের দেশেই এই ছবি মুক্তি পাচ্ছে না। জয়ল্যান্ড মর্যাদাপূর্ণ কান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত প্রথম পাকিস্তানি সিনেমা ছিল।

নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা 'জয়ল্যান্ড' লিখেছেন সাদিক। অভিনয়ে ছিলেন সানিয়া সায়েদ, আলি জুনেজো, এলিনা খান, সারওয়াত গিলানি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top