• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ইরানে চলমান বিক্ষোভের সাথে জড়িত শতাধিক বিক্ষোভকারী ফাঁসির মুখোমুখি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩২

বিক্ষোভকারী

ইরানে ১০০ দিনের বেশি সময় ধরে চলমান বিক্ষোভের সাথে জড়িত শতাধিক বিক্ষোভকারী মৃত্যুদণ্ডের সাজার মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে অনেককে ইতোমধ্যে সর্বোচ্চ এই সাজা দেওয়া হয়েছে এবং অনেকেই বিচারাধীন রয়েছেন। বুধবার নরওয়ে-ভিত্তিক ইরানি মানবাধিকার গ্রুপ ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এই তথ্য জানিয়েছে।

হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৩ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হন মাহসা আমিনি নামের এক তরুণী। এর তিনদিন পর ১৬ সেপ্টেম্বর পুলিশি জিম্মায় মারা যান তিনি। তার মৃত্যুর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। ওই তরুণীর মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।

আইএইচআর বলেছে, ইরানে বিক্ষোভের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে থাকাদের মধ্যে পাঁচজন নারীও রয়েছেন। মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া বিক্ষোভকারীদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হয়। বিক্ষোভকারী অনেকের পরিবার প্রশাসনিক চাপের কারণে প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না বলে জানিয়েছে নরওয়ে-ভিত্তিক এই মানবাধিকার সংস্থা।

চলতি মাসে অন্তত দু’জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির আন্দোলনকারীরা বলেছেন, ভুয়া বিচারের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে প্রশাসন।

ইরান হিউম্যান রাইটস বলছে, ইরানে বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ৪৭৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬৪ জন শিশু ও ৩৪ নারী রয়েছেন।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top