শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সেনা নিহতের ঘটনায় মোবাইল ফোনকে দায়ী করলো রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩, ০৪:৪৮

সামরিক ঘাঁটিকে ক্ষেপণাস্ত্র হামলার জন্য সেনাদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, রাশিয়ার দখলকৃত দোনেতস্ক অঞ্চলের মাকিভকা এলাকায় অবস্থিত একটি ভোকেশনাল কলেজে অস্থায়ী সামরিক ব্যারাক করা হয়েছিল। সোমবার ওই ব্যারাকে ইউক্রেন চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই ঘটনায় ৮৯ সেনা নিহত হয়েছে।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসে মিয়ানমারে ৭ হাজারেরও বেশি কয়েদিকে মুক্তি দিল জান্তা

বুধবার এক বিবৃতিতে প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, সেনাদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ হলেও তারা সেই কাজটি করেছিল। এর ফলে তাদের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয় ইউক্রেনীয় বাহিনী।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top