• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নাইজেরিয়ায় প্রেসিডেন্ট পদে জয়ী ‘গডফাদার’ বোলা টিনুবু

রাজিউর রাহমান | প্রকাশিত: ২ মার্চ ২০২৩, ০৩:৫২

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট বোলা টিনুবু

নাইজেরিয়ায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবুকে জয়ী বলে ঘোষণা করা হয়েছে। ৭০ বছর বয়সী এই প্রার্থী ৩৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী আটিকু আবুবাকার ২৯ শতাংশ এবং লেবার পার্টির পিটার ওবি ২৫ শতাংশ ভোট পেয়েছেন। তাদের দল শুরুতেই জালিয়াতির অভিযোগ এনে পুনরায় ভোট দাবি করেছে।

টিনুবু নাইজেরিয়ার ধনী রাজনীতিবিদদের একজন। তিনি গভর্নর থাকার সময় লাগোস নামে সবচেয়ে বড় শহরটি পুনর্র্নিমাণ করেন। এটিই তার ভোটের প্রচারণায় কাজে লাগান।

তবে টিনুবু ওই শহরে ওবির কাছে পরাজিত হন। তরুণদের অনেকের পাশাপাশি শহুরে এলাকার লোকজন ওবিকে সমর্থন দেন। এই সমর্থন দেশটির দুই দলীয় ব্যবস্থাকে কাঁপিয়ে দেয়।

টিনুবু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যান্য রাজ্যে জয় পান। সেখানে তিনি পলিটিক্যাল গডফাদার হিসেবে পরিচিত। তার নির্বাচনী স্লোগান ছিল- ইট'স মাই টার্ন।

রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি দুই মেয়াদ শেষে পদত্যাগ করছেন। ক্ষমতায় থাকার সময় অর্থনৈতিক স্থবিরতা, দেশজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা এবং দেশের উত্তর-পূর্বে ইসলামপন্থী বিদ্রোহ ও দক্ষিণ-পূর্বে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দেশজুড়ে সঙ্কট ছিল।

নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ এবং বৃহত্তম তেল রপ্তানিকারক। এখন প্রমাণ করতে হবে যে, বোলা টিনুবু আধুনিক লাগোস তৈরি করবেন ও একই সাথে নাইজেরিয়াকে শক্তিশালী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top