• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


যুক্তরাষ্ট্র চায় না ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক

রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন ঘোষণা পুতিনের

রাজিউর রাহমান | প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০০:২৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাতকারে বলেছেন, মস্কোর কাছে এখন হাইপারসনিক অস্ত্র রয়েছে। তবে সেগুলো বাস্তবে ব্যবহার করা হচ্ছে না। অস্ত্রগুলো অন্যান্য অত্যাধুনিক সিস্টেমের মতোই তারা মজুত রেখেছে।

রোববার সাংবাদিক পাভেল জারুবিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত রসিয়া-১ টিভি চ্যানেলে ‘মস্কো, ক্রেমলিন, পুতিন’ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা তাস।

পুতিন বলেন, ‘আসলে স্থলবাহিনীর উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করতে হবে। কিন্তু তখন হাইপারসনিক অস্ত্র না থাকলেও এখন সেগুলো বিদ্যমান! হ্যাঁ, আমরা আসলে সেগুলো ব্যবহার করি না। কিন্তু আমাদের হাতে সেগুলো রয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন? হাইপারসনিক অস্ত্রের পাশাপাশি অন্যান্য অত্যাধুনিক ব্যবস্থাও আমাদের হাতে রয়েছে। যদিও ২০১৪ সালে এমন কিছুই ছিল না।’

২০১৪ সালে বিশেষ অপারেশন শুরু করা গুরুত্বপূর্ণ ছিল কি-না জানতে চাইলে পুতিন জোরদিয়ে বলেন, তখন থেকে বাস্তবতা পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, ‘এখানে সংযোজক ভাব ব্যবহার করা যাবে না।’ সূত্র: ইত্তেফাক

এদিকে,  রাশিয়া অভিযোগ করেছে ইউক্রেনে সংঘাত অবসানে সমঝোতা হতে দিচ্ছে না মার্কিন কর্তৃপক্ষ। এমনকি লড়াইয়ের কর্মকাণ্ড একটু শিথিল হওয়ার সুযোগ দিচ্ছে না যুক্তরাষ্ট্র। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অভিযোগ করেছেন।

ইউক্রেন সংঘাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী হিসেবে চীন ভূমিকা পালন করতে পারবে কিনা প্রশ্নের জবাবে পেসকভ বলেন, আমরা যা দেখছি তা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট- লড়াইয়ের কর্মকাণ্ড মন্থর হওয়া ঠেকানোর লক্ষ্যে ক্রমবর্ধমান নীতি। ওয়াশিংটন- পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা কাউন্সিল উভয়েই প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে এমনটি বলছে।

সোমবার ইউক্রেন ইস্যুতে শান্তি প্রস্তাব নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য মস্কো পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরের পরিপ্রেক্ষিতে ক্রেমলিন মুখপাত্রকে এই প্রশ্ন করা হয়েছিল। সূত্র: বাংলা ট্রিবিউন




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top