• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ভারতের রাজস্থানে বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

রাজিউর রাহমান | প্রকাশিত: ৯ মে ২০২৩, ০০:৫৭

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হবার খবর পাওয়া গেছে। এতে অন্তত ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। হতাহত সবাই গ্রামবাসী। অবশ্য বিমান থেকে পাইলট বের হয়ে আসতে পারায় তিনি নিরাপদে আছেন। সোমবার (৮ মে) ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এক প্রতিবেদনে বলা হয়, হনুমানগড় জেলার পিলিবাঙ্গার কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।
 
কর্মকর্তারা জানান, যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে আছেন। ঘটনার সঙ্গে সঙ্গে তিনি প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দেন। এদিকে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
পুলিশ জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, ‘মানুষের হতাহতের ঘটনা এড়াতে পাইলট সকল প্রচেষ্টা চালান এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করান।’
 
গত জানুয়ারিতে প্রশিক্ষণ চলাকালে ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। যুদ্ধবিমান দুটি হলো, সুখোই এসইউ এবং মাইরেজ ২০০০। ওই ঘটনায় এক পাইলট নিহত হন। এর মধ্যে একটি যুদ্ধবিমান মধ্যপ্রদেশের মোরেনাতে বিধ্বস্ত হয়, আর অপরটি বিধ্বস্ত হয় রাজস্থানের ভারতপুরে।
 



পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top