• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পাকিস্তানে সেনা ঘাঁটিতে ব্যাপক হামলা, নিহত ১২

রাজিউর রেহমান | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ১৮:৩৪

ছবি: সংগৃহীত

জঙ্গি হামলায় বুধবার (১২ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত ১২ জন সেনা নিহত হয়েছেন। জঙ্গিরা দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি সেনা ঘাঁটিতেও হামলা চালিয়েছে।

দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা একটি সেনা ঘাঁটিতে বন্দুক, হাতবোমা ও রকেট দিয়ে তাণ্ডব চালিয়েছে। এতে নয়জন সেনা নিহত হয়েছে। এ ছাড়া সুই জেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আরও তিনজন সেনা নিহত হয়েছেন।

সেনাবাহিনী আরও  বলছে, বুধবার ভোর নাগাদ সেনা ঘাঁটিতে হামলা চালানো পাঁচজন জঙ্গিও পাল্টা গুলিতে নিহত হয়েছেন। এর পর রাতে বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় অভিযানের ঘোষণা দেন সেনাবাহিনী।

নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, প্রথমে জঙ্গিরা সেনাঘাঁটির মেসে হাতবোমা ছোড়ে। এরপর কয়েক ঘণ্টাব্যাপী সেনা ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলে। রয়টার্স

নতুন করে গঠিত হওয়া জিহাদি গ্রুপ তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ হামলায় অংশ নেওয়া যোদ্ধাদের ছবি ও ভিডিও তারা প্রকাশ করবে।

খনিজ সমৃদ্ধ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির সীমান্ত আফগানিস্তান ও ইরানের সঙ্গে। দীর্ঘ দিন এখানে জাতিগত বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় রয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top