• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


চীনে বন্যা-ভূমিধসে নিহত ১০, নিখোঁজ ১৮

শাকিল খান | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৩, ১৮:৪৯

ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ের সংলগ্ন প্রদেশ হেবেইয়ে প্রদেশে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে ১০ জন মারা গেছেন, এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৮ জন।

জানা যায়, বেইজিংয়ের সংলগ্ন প্রদেশ হেবেইয়ে প্রদেশে শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন বৃষ্টি হয়েছে। ভারী বর্ষণের ফলে বন্যা ও ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটে।

বন্যায় হেবেইয়ে প্রদেশের অধিকাংশ এলাকা ডুবে গেছে। সড়কগুলো রীতিমতো নদীতে পরিণত হয়েছে। উদ্ধারকর্মীরা ১ কোটির বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে। যারা বাড়িঘর ছাড়েননি তাদেরকে নৌকার মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে ‘লাল সতর্কসংকেত’ জারি করেছে।

গত জুন মাস থেকে চীনের হেবেইতে সব থেকে বেশি বন্যা এবং ভূমিধস হয়েছে। গত জুনের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত টানা তাপপ্রবাহে রীতিমতো পুড়েছে বেইজিংসহ চীনের বিভিন্ন অঞ্চল। তারপর জুলাইয়ের শেষে দিকে সুপার টাইফুন দকসুরির প্রভাবে রাজধানীসহ দেশটির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে টানা বৃষ্টি।

দেশটির আবহাওয়া অফিস বলছে, শুধু রাজধানী বেইজিংয়েই গত সপ্তাহে বৃষ্টির পরিমাণ ১৪০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে।

চীনের জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হিটস্ট্রোক, তাপপ্রবাহজনিত সমস্যা, বন্যা ও ভূমিধস জাতীয় প্রাকৃতিক দুর্যোগের কারণে কেবল জুলাই মাসেই চীনে মৃত্যু হয়েছে ১৪২ জনের।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top