• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যা

শাকিল খান | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৩, ২১:৩৩

ছবি: সংগৃহীত

এক জনসভা শেষ করে গাড়িতে উঠছিলেন ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো। ওই সময়ই গুলি করা হয় তাকে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে মেডিক্যাল সেন্টারে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় দেশটির কুইটো শহরে এ ঘটনা ঘটে।

তার প্রচারের দায়িত্বে থাকা ম্যানেজার প্যাট্রিসিও বলেন, ইকুয়েডরের মানুষ কাঁদছেন। রাজনীতির কারণে এভাবে যেন কারো মৃত্যু না হয়। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জানানো হয়েছে, অভিযুক্ত পুলিশের গুলিতে মারা গেছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসসো বুধবার এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্টে প্রেসিডেন্ট লাসসো বলেছেন, ‘প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দোর হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ এবং হতবাক। তার স্ত্রী ও কন্যাদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি।’

তিনি আরো বলেছেন, ‘আমি নিশ্চিত করছি এই অপরাধের বিচার অবশ্যই হবে। অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু আইনের সবটুকু ভার অপরাধীদের ওপর পড়বে।’

ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা আগামী ২০ অগাস্ট। মোট আটজন প্রার্থী লড়ছেন এই নির্বাচনে। জনমত সমীক্ষায় ফার্নান্দো ছিলেন পাঁচ নম্বরে। দুর্নীতির বিরুদ্ধে কড়া মনোভাবের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top